EDTECO EDUCATION MANAGEMENT SYSTEM
অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা
সম্মানিত অভিভাবকবৃন্দ, আস্সালামু আলাইকুম।
শিক্ষা মানুষের মৌলিক অধিকার। শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি করা সম্ভব নয়। আর এ জন্য প্রয়োজন সুপরিকল্পিত সুশিক্ষা। সেবার মহান ব্রত আর মাতৃস্নেহে যুগোপযোগী আধুনিক পদ্ধতিতে শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে অত্র প্রতিষ্ঠান (ঢাকা উদ্যান ল্যাবরেটরী স্কুল) টির যাত্রা শুরু হয় ২০১০ সালে। বিগত ১২ (বার) বছর যাবৎ নিরলস পরিশ্রম, দক্ষ প্রশাসনিক ব্যবস্থা, সঠিক নিয়ম-কানুন, শৃঙ্খলা এবং সর্বোপরি সুপরিকল্পিত পাঠ দানের মাধ্যমে শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের সুন্দর ভবিষ্যতের প্রাথমিক ভিত্তি গড়ার গুরু দায়িত্বটুকু আমরা অত্যন্ত সাফল্যেরসাথে পালন করে আসছি।
ধন্যবাদান্তে
নাজমুন নাহার নাজমা
সহকারী প্রধান শিক্ষিকা , ঢাকা উদ্যান ল্যাবরেটরী স্কুল
"সভ্য অনুশ অনুশী যুগের অঙ্গিন