NEWS

পরিচালকের বাণী

তালুকদার মোহাম্মদ আল আমীন

পরিচালক

সর্বপ্রথম পরম করুনাময় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, আধুনিক মানসম্মত একটি ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান গঠন  করে দেওয়ার জন্য। শিক্ষা দেওয়া নাম মাত্র না হয়ে যাতে এবাদতের মধ্যে গণ্য হতে পারে তার জন্য মহান আল্লাহর কাছে  সাহায্য কামনা করছি। তাই “আমি নিজের ক্ষতি থেকে এবং কোন মানুষের ক্ষতি করা থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা  করছি। আমার বিশ্বাস মহান আল্লাহই আমার জন্য যথেষ্ট এবং তার উপরই ভরসা করি। হে আল্লাহ! তুমিই আমার শক্তি, তুমিই আমার সাহায্যকারী, আমি আশাবাদী তোমারই রহমতের। তুমি চোখের পলক পরিমাণ এক মুহূর্তের জন্যেও আমাকে আমার  নিজের ওপর ছেড়ে দিও না, তুমি আমার যাবতীয় কাজ সুন্দর করে দাও। হে আল্লাহ! তুমি যাদেরকে সঠিক পথপ্রদর্শন করেছো,  আমাকে তাদের দলভুক্ত করো, তুমি যাদের অভিভাবকত্বের দায়িত্ব নিয়েছ আমাকে তাদের দলভুক্ত করো।” 

সময়ের দাবি মেটাতে আধুনিক ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার উপযোগী প্রতিষ্ঠান হিসেবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের  সহযোগিতায় ও অভিভাবকদের আন্তরিকতায় “ঢাকা উদ্যান ল্যাবরেটরী স্কুল ” মোহাম্মাদপুরে ঢাকা উদ্যান স্থানে অবস্থিত । তাই এলাকার বিশিষ্ট মহৎপ্রাণ ব্যক্তিবর্গ, গভর্নিং বডির সদস্যবৃন্দ, যারা এ প্রতিষ্ঠান  প্রতিষ্ঠায় উৎসাহ যুগিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ নাগরিক  হিসেবে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য। আমি এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রধান অধ্যক্ষ হিসেবে পরম করুনাময় মহান আল্লাহর  নিকট আবারও শুকরিয়া আদায় করছি। আশা রাখি সকল শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহায়তায় আমার উপর অর্পিত  দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে পারবো ইনশা-আল্লাহ।